ভয়ানক দৃশ্য! গলায় ঝুলছে বিষধর সাপ, হাসপাতালে দৌড়াচ্ছেন ব্যক্তি, নেপথ্যে মারাত্মক কারণ


ঝাড়গ্রাম: জমিতে কাজ করার সময় বিষধর সাপের ছোবলে দেয় এক মহিলাকে। সেই সময় ওই জমিতে ট্র্যাক্টর চালাচ্ছিলেন এক ব্যক্তি। মহিলাকে সাপে কামড় দেওয়ার পরেই ট্র্যাক্টর চালক লুলা হেমব্রম বিষধর খরিস সাপকে ধরে ফেলেন। এরপর সাপের ছোবলে আহত মহিলা এবং ওই সাপ সঙ্গে নিয়ে সোজা শিলদা উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন সেই ব্যক্তি।

সাপ-সহ মহিলাকে হাসপাতালে নিয়ে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষাক্ত সাপ দেখার জন্য হাপাতালে রোগীর ভর্তি রোগীর আত্মীয় পরিজনেরা ভিড় জমান। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বিনপুর থানার জয়পুর গ্রামের কায়া হেমব্রম তাঁর চাষের জমিতে কাজ করছিলেন। সেই সময় একটি সাপ ছোবল মারে মহিলাকে।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতর থেকে এলাকার মানুষজনদের বারে বারে সচেতন করেন সাপে কামড় দিলে দ্রুত হাসপাতাল বা অন্য কোনও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। তাই এদিন সাপ হাতে নিয়ে সরাসরি হাসপাতালে হাজির হয়েছিলেন ওই ব্যক্তি। ছোবল মারা সাপ সঙ্গে করে নিয়ে এলে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের সুবিধা হয়।

Post a Comment

Previous Post Next Post