ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ, ১০ ঘণ্টা পর ইডি দপ্তর থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক




প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ। অবশেষে ইডি অফিস থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়। নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে গত শুক্রবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সোমবার দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে হাজিরা দেন সুমিত। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সুমিত রায়কে বেশকিছু নথি-সহ তলব করেছিল ইডি। এদিন নিজের আইনজীবীকে নিয়েই সিজিও কমপ্লেক্সে আসেন। ইডি সূত্রে খবর, দুদফায় টনা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। বয়ান রেকর্ডও করা হয়েছে বলে সূত্রের দাবি। রাত প্রায় ১০টা নাগাদ ইডি অফিস থেকে বের হন সুমিত। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তিনি কোনও জবাব দেননি। আইনজীবীকে নিয়ে গাড়িতে উঠে বেরিয়ে যান। তবে সূত্রের খবর, প্রতিবেদবনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত অফিসেই রয়েছেন ইডি আধিকারিকরা। তাঁরা সুমিত রায়ের বয়ান ও নথি মিলিয়ে দেখছেন।

এদিকে ইডি তলবের পরই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে সেই রক্ষাকবচ অবশ্য এদিন মেলেনি হাই কোর্টে। আগেই চিঠি দিয়ে তিনি ইডিকে জানিয়েছিলেন ১০টা নয়, ১২টায় হাজিরা দেবেন। কিন্তু বেলা ১২টার মধ্যে মামলা আদালতে না ওঠায় বেলা ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান সুমিত। অবশেষে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টা নাগাদ ইডি অফিস ছাড়লেন তিনি। 



Post a Comment

Previous Post Next Post