রবিনসন স্ট্রিটের ছায়া নদিয়ায়, ৪ দিন ধরে ছেলের দেহ আগলে মানসিক ভারসাম্যহীন মা




নদিয়া: রবিনসন স্ট্রিটের ছায়া এবার নদিয়ায় (Nadia)। চারদিন ধরে মৃত ছেলের দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসাম্যহীন মা। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করল পচাগলা দেহ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সূত্রের খবর, নদিয়ার রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন বিশ্বাস। মায়ের সঙ্গে থাকতেন তিনি। সোমবার সকাল থেকে এলাকার বাসিন্দা বিশ্বাস বাড়ি থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় ভিতরে যান তাঁরা। দেখতে পান, ঘরের মধ্যে পড়ে রয়েছে স্বপন বিশ্বাসের পচাগলা দেহ। পাশে বসে রয়েছেন মানসিক ভারসাম্যহীন মা, সাধনা বিশ্বাস।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা রানাঘাট থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। স্থানীয়রা জানিয়েছেন, শেষ চারদিন আগে দেখা গিয়েছিল স্বপন বিশ্বাসকে। তার পর আর সাড়া শব্দও মেলেনি। ফলে অনুমান, চারদিন আগেই মৃত্যু হয়েছে স্বপনবাবুর। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।



Post a Comment

Previous Post Next Post