ফুটবলে ‘কালো দিন’, ব্রাসেলসে দুই সুইডিশকে খুন আইএস জঙ্গিদের! বাতিল বেলজিয়াম-সুইডেন ম্যাচ


খবর বাংলা ডিজিটাল ডেস্ক :  ফের একবার ‘কালো দিন’-এর সাক্ষী থাকল বিশ্ব ফুটবল। আরও একবার জঙ্গি হামালায় ক্ষতিগ্রস্ত হল ফুটবল। ইউরো ২০২৪-এর কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং সুইডেন । ম্যাচটি আয়োজিত হচ্ছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। হাফটাইমে ম্যাচের ফল তখন ১-১। যে স্টেডিয়ামে খেলা চলছিল তার থেকে পাঁচ কিলোমিটার দূরে গুলি চালনার ঘটনা ঘটে। সুইডেনের দুই সমর্থক প্রাণ হারান। এর পর দুই দলের ফুটবলাররা মাঠে নামতে চাননি। ফলে আইএসআইএস জঙ্গি হামলার গুঞ্জনের মধ্যে প্রথমে ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়।

সূত্রের খবর, ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, ব্রাসেলসের রাস্তায় দুই সুইডিশ সমর্থককে গুলি করে খুন করা হচ্ছে। আততায়ীরা নিজেদের আইএসআইএস জঙ্গি হিসেবে পরিচয় দিচ্ছে। এই আবহে ব্রাসেলসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। সতর্কতা জারি করা হয়। পরে সব দিক বিবেচনা করে বেলজিয়াম বনাম সুইডেন ম্যাচটি বাতিল করে দেয় উয়েফা ।

ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর উয়েফার তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘ব্রাসেলসে একটি সন্ত্রাসী হামলা হয় বলে জানা গিয়েছে। এরপর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বেলজিয়াম বনাম সুইডেনের ইউয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হচ্ছে।’

শোনা যাচ্ছে দুই সুইডিশ সমর্থকের খুন হওয়ার ঘটনায় ভেঙে পড়েন সুইডেনের ফুটবলাররা। হাই ফটাইমে ঘটনার বিষয়ে জানতে পারেন তাঁরা। এই আবহে দ্বিতীয়ার্ধ্বে তাঁরা ম্যাচ খেলতে চাননি। এদিকে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন বেলজিয়ামের ফুটবলাররাও। তাই দুই দল ড্রেসিংরুমে নিজেদের বন্ধ করে নেয়।

একইসঙ্গে সুইডিশ সমর্থকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পরে প্রশাসন। তাই কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের স্টেডিয়ামেই রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় পুলিশ। অনেককেই স্টেডিয়ামের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

ম্যাচ বাতিল হওয়ার সময় দুই দলই ১-১ ফলাফলে দাঁড়িয়ে ছিল। ৬টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম। সেই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া। এদিকে ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুইডেন।

Post a Comment

Previous Post Next Post