নামী ব্যাঙ্কের নকল ওয়েবসাইট, লক্ষ টাকা খোয়ালেন কলকাতার বাসিন্দা, ধৃত ৪


ব্যাঙ্কিং বিষয়ে সহায়তা প্রয়োজন। গুগলে গিয়ে ব্যাঙ্কের নাম দিয়ে সার্চ করলেন। নির্দিষ্ট ওই ব্যাঙ্কের লোগো, নাম, ঠিকানা দেওয়া একটি ওয়েবসাইট পেলেন। যোগাযোগ করলেন ওই সাইটে দেওয়া ফোন নম্বরে। ব্যাস! প্রতারণার ফাঁদে পড়া শুরু।

গার্ডেনরিচ এলাকার এক বাসিন্দা এই ফাঁদে পা দিয়ে খুইয়েছিলেন এক লক্ষ টাকার বেশি। কলকাতাতেই সক্রিয় ছিল এই ধরনের একটি চক্র। যোগাযোগ ছিল জামতাড়া গ্যাংয়ের সঙ্গেও। সাইবার অপরাধের দায়ে ৪ জনকে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আরিফ খান, মহম্মদ আহসান আলি, রাজা হাতি ও বিকাশ কুমার।
গার্ডেনরিচ এলাকার বাসিন্দা সন্দীপ কুমার আগরওয়াল ওয়েবসাইট সার্চ করে একটি ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর পান। সেখানে যোগাযোগ করতে ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখার ম্যানেজার বলে পরিচয় দেন। সন্দীপের হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হয়। সন্দীপের দাবি, সেই লিঙ্কে ক্লিক করতেই তাঁর ফোন ক্লোন করে নেওয়া হয়। কয়েকটি লেনদেনের মাধ্যমে সন্দীপের অ্যাকাউন্ট থেকে ১, ১৮, ৪১০ টাকা তুলে নেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তেরা দীর্ঘদিন ধরেই নামী ব্যাঙ্কের এই ধরনের নকল ওয়েবসাইট বানিয়ে প্রতারণা করত। অভিযুক্তরা জালিয়াতি করা অর্থ ব্যবহার করে কলকাতার বিভিন্ন স্থানে বিক্রির জন্য দামি ইলেক্ট্রনিক ডিভাইস সংগ্রহ করত। জামতাড়া গ্যাংয়ের সঙ্গেও এদের যোগাযোগ ছিল বলেও খবর। ধৃতদের থেকে ৩৯টি মোবাইল ফোন, ৮টি পাওয়ার ব্যাঙ্ক, ৩টি ঘড়ি, ১টি ট্যাব, ২টি সিল করা ব্লুটুথ স্পিকার, ১টি হেডফোন, ১টি স্কুটি এবং নগদ ২.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সে ব্যাপারে খোঁজ চালানো হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post