পুজোর কলকাতায় মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীকে জার্সি উপহার দেবেন ম্যাজিসিয়ান





পুজোর কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর। আগামী ১৬ অক্টোবর কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান ম্যাজিসিয়ান। শহরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সেই সফরসূচির মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রোনাল্ডিনহো।

কলকাতায় প্রাক্তন সেলেকাও তারকাকে আনতে চলেছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। শনিবার তিনিই সোশাল মিডিয়ায় জানিয়েছেন, কলকাতা সফরের মধ্যে রোনাল্ডিনহোর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রোনাল্ডিনহোও মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসাবে আনছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। নিজেই তিনি সেই উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে।

দিন কয়েক আগে অবশ্য রোনাল্ডিনহো (Ronaldinho Gaucho) নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে একটি জার্সি উপহার দেবেন। এই সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান রোনাল্ডিনহো। বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে ক্রিকেট শেখার ইচ্ছা রয়েছে তাঁর।

রোনাল্ডিনহো যেহেতু দুর্গাপুজোর (Durga Puja 2023) সময় কলকাতায় আসছেন, তাই শহরে এসে বেশ কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপেও যাবেন তিনি। যা ঠিক হয়েছে তাতে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন এই ব্রাজিলের এই প্রাক্তন তারকা। ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর। কলকাতায় পা রেখে একাধিক চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে গিয়ে ফুটবলের প্রচার করবেন। এরপর যাবেন তাঁর ফুটবল অ্যাকাডেমিতেও।





Post a Comment

Previous Post Next Post