পাকিস্তান থাকল পাকিস্তানেই! ৩৬ রানে হারাল ৮ উইকেট, অল-আউট ১৯১ রানে


খবর বাংলা ডিজিটাল ডেস্ক :  ম্যাচের টার্নিং পয়েন্ট হতেই পারে কুলদীপ যাদবের এই ওভারটি। ভারতীয় এই স্পিনার এক ওভারে নিলেন দুটি উইকেট এবং দিলেন মাত্র ৪ রান। শুধু তাই নয় মাত্র ৩৬ রানে ৮টি উইকেট পড়ে গেল এদিন। আর তাতেই ম্যাচের পরিস্থিতি অনেকটাই বদলে গেল বলা চলে। কারণ পাকিস্তানের ব্যাটাররা এদিন যেভাবে শুরু করেছিলেন তাতে ভারতের উপর বেশ চাপ সৃষ্টি হয়েছিল। একটা সময় পাক ব্যাটারদের দাপট দেখে বোঝা যায়, তারা বড় রান করবে। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই পরিস্থিতি বদলেছে।

পাকিস্তানের দাপট থামিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। শুধু তাই, ম্যাচে ফিরে আসে ভারত। পাল্টা চাপ দিয়ে একেরপর এক পাক ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরাতে থাকেন ভারতীয় বোলাররা। বলে রাখা ভালো, ভারত-পাক ম্যাচের টার্নিং পয়েন্ট কুলদীপ যাদবের ওভার। ৩৩ ওভারে মাথায় বল বল করকে আসেন ভারতীয় এই স্পিনার। ওভারের দ্বিতীয় বলেই সউদ শাকিলকে তুলে নেন তিনি। যদিও পাক ব্যাটারকে প্রথমে আউট দেননি আম্পায়ার।

এলবিডব্লু হওয়ায় প্রথমে আউট না দেওয়ায় ডিআরআর বা রিভিউ নেন আত্মবিশ্বাসী রোহিতরা। সেখানে দেখা যায় বল উইকেটে বল লাগছে। সেই দেখা মাত্রই সেলিব্রেশন শুরু করে দেন ভারতীয় ক্রিকেটাররা। জায়ান্ট স্ক্রিনে আউট দেখানোর আগেই মেতে ওঠেন কুলদীপরা। ম্যাচে ফিরতে হয়ে এই উইকেটটি প্রয়োজন ছিল। সেখানেই থেমে থাকেননি ভারতীয় পেসার। পরের বলেই ইফতিকারকে বোকা বানান তিনি। বল বুঝতেই পারেননি পাক ব্যাটার। এতোটাই বল ঘুরেছিল।

ঠিক পরের বলে অর্থাৎ ওভারের একেবারে শেষ বলে সুইপ শট মারতে যান ইফতিকার। কুলদীপের সেই বলটি বুঝতেই পারেননি পাক ব্যাটার। লেগ স্টাম্পে লেগে বোল্ড হয়ে ফিরে যান ইফতিকার। এক ওভারে দুটি উইকেট নিয়ে ম্যাচের পরিস্থিতি পুরো বদলে যায়। ম্যাচে ফিরে আসে ভারত। পাল্টা চাপে পড়ে যায় পাক ব্যাটাররা। শুধু তাই নয়, এখানেই থেমে থাকেনি ভারতীয় বোলাররা। ঠিক পরের ওভারেই বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। ওভারের একেবারে শেষ বলে রিজওয়ানকে তুলে নেন তিনি। চাপে পড়তে থাকে পাক দল। এদিন সিরাজও ২৯.৪ ওভারের মাথায় বাবরের উইকেট তুলে নেন। এছাড়াও শাদব খানকে তুলে নেন বুমরাহ। মাত্র ৩৬ রানের মধ্যে ৮টি উইকেটের পতন ঘটে এদিন। ভারতীয় বোলারদের এই দাপটে দলকে অনেকটাই ভালো জায়গায় এনে দিল বলা চলে। যেখানে ১৫৫ রানে ২ উইকেট ছিল। সেখানে ১৭১ রানে পড়ল সাত উইকেট। এর আগে ২৮ রানে ৫ উইকেট পড়েছিল ১৪/২ থেকে। তারপর ৭ উইকেট পড়ে যায় ৪২ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯২ সালে। এবার ফের একবার তা দেখা গেল।

Post a Comment

Previous Post Next Post