খবর বাংলা ডিজিটাল ডেস্ক : বেসরকারি অ্যাপ ক্যাবের কারণে প্রায় বন্ধ হতে চলেছিল হলুদ ট্যাক্সি। সেই সমস্যা রুখতে পুজোর মুখে আনুষ্ঠানিকভাবে শুরু হল 'যাত্রী সাথী' পরিষেবা। এই ‘যাত্রী সাথী’ অ্যাপ পরিষেবায় হলুদ ট্যাক্সি পাওয়া যাবে।
গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করেন। যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশন থেকে সরকারিভাবে চালু হল ‘যাত্রী সাথী’ অ্যাপ পরিচালিত ট্যাক্সি।
কম খরচে যাত্রী থেকে চালকদের উপকার হবে বলেই আশাবাদী মন্ত্রী। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল যাত্রী সাথী অ্যাপ পরিচালিত ট্যাক্সি।
হাওড়া, শিয়ালদহ,কলকাতা, সাতরাগাছি স্টেশন ও কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা চালু করা হয়েছে। এই প্রত্যকটি জায়গায় সারাদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাই, দ্রুত পৌঁছাতে বা স্টেশন থেকে গন্তব্যস্থলে যেতে সোমবার চালু হল অ্যাপ পরিচালিত যাত্রী পরিষেবা |
গতকাল, হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলাশাসক দীপাপ প্রিয়া পি, বিধায়ক মদন মিত্র ও গৌতম চৌধুরীর উপস্থিতিতে এই পরিষেবা চালু হয়।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, 'গত তিন মাস ধরে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। আজ থেকে সরকারিভাবে এই পরিষেবা চালু হল।'এটিই দেশের মধ্যে সরকার পরিচালিত প্রথম ট্যাক্সি পরিষেবা প্রথম বলে দাবি করেন পরিবহণমন্ত্রী।