বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সুরকার ড. অনুপ ঘোষাল প্রয়াত। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মায়ের উৎসাহেই মাত্র চার বছর বয়সে অনুপ ঘোষালের তালিম শুরু হয়। শিল্পীর যখন ১৯ বছর বয়স সত্যজিৎ রায়ের নজরে পড়েন। ফল, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘গুপী বাঘা ফিরে এলো’র মতো সিনেমা। ‘দেখোরে নয়ন মেলে’, ‘ভূতের রাজা দিলো বর’, ‘ও মন্ত্রী মশাই’য়ের মতো কালজয়ী গান।
১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। ‘মোরা দুজনায় রাজার জামাই’, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’, ‘এসে হীরক দেশে’র মতো গান শোনা যায় অনুপ ঘোষালের কণ্ঠে। এই সিনেমার জন্যই সেরা জাতীয় পুরস্কার পান বাংলার শিল্পী।