সকলের সামনে মাছ-মাংস বিক্রি, BJP শাসিত রাজ্যে ২৫ দিনে বন্ধ করা হল ২৫,০০০ দোকান!


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- জনসমক্ষে মাছ এবং মাংস বিক্রি করায় ২৫,০০০ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেটা হয়েছে শেষ ২৫ দিনেই। এমনই জানালেন মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী মোহন যাদব। রবিবার উজ্জ্বয়িনীতে ২১৮ কোটি টাকার মূল্যে ১৮৭টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসের সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিয়েছিলাম যে জনসমক্ষে মাংস এবং মাছ বিক্রি করছে, সেগুলি বন্ধ করে দিতে হবে। আজ রাজ্যে প্রায় ২৫,০০০ মাংস ও মাছের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলি জনসমক্ষে মাংস এবং মাছ বিক্রি করছিল।’

বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 'মহিলা ক্ষমতায়ন দিবস' হিসেবে পালিত হবে মকর সংক্রান্তি। যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট মহলের মত। কারণ প্রবল প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া সত্ত্বেও এবার বিজেপি যে মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছে, সেটার একটা বড় কারণ ছিল মোহনের পূর্বসূরি শিবরাজ সিং চৌহানের 'লাডলি ব্যাহনা' প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। যা বিজেপির দিকে মহিলা ভোট টেনে নিয়ে আসে।

মোহন মধ্যপ্রদেশের কুর্সিতে বসেই ঘোষণা করে দেন যে জনসমক্ষে মাংস এবং মাছ বিক্রি করলে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। ১৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই সেই মর্মে নির্দেশিকা জারি করে দেন মোহন। আর সেইমতো রাজ্যের যে ২৫,০০০টি মাছ এবং মাংসের দোকান যে বন্ধ করে দেওয়া হয়েছে, তা নিজেই জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশে উন্নয়নমূলক কাজ চলতে থাকবে। সেটার সঙ্গে কোনওরকম আপস করা হবে না।

সেই পরিস্থিতিতে পূর্বসূরির 'লাডলি ব্যাহনা' প্রকল্পে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না মোহন। গত শনিবার ইন্দোর থেকে ভিডিয়ো কনফারেন্সে মোহন জানান যে বুধবার (১০ জানুয়ারি) 'লাডলি ব্যাহনা' প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেইসঙ্গে ১০ জানুয়ারি থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মহিলাদের ক্ষমতায়ন নিয়ে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। 

ওই বৈঠকে মোহন জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছামতো ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কর্মসূচির আয়োজন করতে হবে। মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য কী কী প্রকল্প আছে, তাঁরা কী কী সুবিধা পেতে পারেন, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় জানাতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ১২ জানুয়ারি যুব দিবস পালনেরও নির্দেশ দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post