ঐতিহাসিক জয়! হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি



ঢাকা: সমস্ত বাধা উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন সমাপ্ত হয়েছে বাংলাদেশে (Bangladesh)। বিপুল জনসমর্থন পেয়ে চতুর্থবারের জন্য বাংলাদেশের ক্ষমতায় ফিরেছেন মুজিবকন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার রাতেই তাঁর জয় নিশ্চিত হয়। প্রায় আড়াই লক্ষ ভোটে গোপালগঞ্জ-৩ আসনে জিতেছেন তিনি। আর সোমবার সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন হাসিনা। সন্ধেবেলা তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ধে ৬টা নাগাদ মোদির ফোন আসে হাসিনার কাছে। দ্বাদশ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যার ‘ঐতিহাসিক জয়’-এর জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। হাসিনা ফের প্রধানমন্ত্রীর পদে বসলে দু দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মোদি।

Post a Comment

Previous Post Next Post