শিয়ালদহ ডিভিশনে শনি ও রবিবার বাতিল বহু ট্রেন, ফের ভোগান্তির আশঙ্কা



সপ্তাহ শেষে ট্রেন বাতিলের সমস‌্যা যেন মিটছেই না। কল‌্যাণী স্টেশনে কাজের জন‌্য শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

শনিবার রাত ১০.৩০ মিনিট থেকে কাজ শুরু হবে কল্যাণী স্টেশনে। যা চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত। ফলে নৈহাটি-কল্যাণী স্টেশনে। শুধু তাই নয়, এই কাজের জন্যে ৩২ টি ট্রেন বাতিল করা হযেছে। শিয়ালদহ-রানাঘাট আপ এবং ডাউনের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। একইভাবে শিয়ালদহ-শান্তিপুর লোকালের আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৪০ এবং ডাউন ৩১৫৪২ ট্রেনগুলি বাতিল থাকবে।

শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেনের আপ এবং ডাউন লাইনে বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল, শিয়ালদহ-গেদে লোকালের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল এবং শিয়ালদা-লালগোলা আপ এবং ডাউনে বাতিল থাকবে। রবিবার সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। আর এজন্যে শিয়ালদহ-রানাঘাট লোকাল ট্রেন, শিয়ালদহ-শান্তিপুর লোকাল ট্রেন, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।


Post a Comment

Previous Post Next Post