এগিয়ে আনা হল গরমের ছুটি: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। একই অবস্থা পশ্চিমের জেলাগুলিতেও। এই আবহে গরমের ছুটি এগিয়ে আনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার তাতে পড়ল সিলমোহর। এদিন নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর উল্লেখ করেছে, তাপপ্রবাহের পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। যদিও এই তালিকায় নেই দার্জিলিং এবং কালিম্পঙের স্কুলগুলি। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট দুই জেলার জন্য পূর্ববর্তী সময়সূচি থাকবে।
সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে প্রতি বছর ৯ মে থেকে ২০ মে অবধি গরমের ছুটি থাকে। তবে এবার সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। শিক্ষা দফতর জানিয়েছে, এই সময় পর্বে বিশেষ কোনও প্রয়োজন ছাড়া ছুটি কার্যকর হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্যও। তবে লোকসভা নির্বাচনের জন্য এই নিয়মের পরিবর্তন হতে পারে তাও স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তবে গরমের ছুটি এগিয়ে আনার জন্য পড়ুয়াদের পড়াশোনায় যেন ক্ষতি না হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে স্কুলগুলিকে। ওই নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতর বলেছে, স্কুল খোলার পর সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের বন্দোবস্ত করতে হবে।
এর আগে ভোটের জন্য গরমের ছুটি এগিয়ে আনার ঘোষণা করে হয়েছিল। গত ১ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন ঘোষণা করেছিল মধ্য়শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতে বলা হয়েছিল ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। আগামীকাল নির্বাচন রয়েছে কোচবি়হার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেই কথা মাখায় রেখে আগেই ৩টি জেলার সরকারি স্কুলগুলিতে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়। একইভাবে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য় ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ছুটি দেওয়া হয়েছিল দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলগুলিতে।