সমস্ত জল্পনার অবসান। খুলে গেল পুরীর রত্ন ভাণ্ডার। রবিবার শুভ তিথি মেনে ঠিক দুপুর ১টা বেজে ২৮ মিনিট নাগাদ খোলা হল পুরীর রহস্যময়ী ভাণ্ডার।
যদিও এই ভাণ্ডার কী কী রত্ন রয়েছে, তা এখনই জানা যাবে না। আপাতত ভাণ্ডারের অন্দরের সংস্কারের কাজ শুরু হবে। তার আগে সেখান থেকে সমস্ত মণিমাণিক্য সরিয়ে নিয়ে যাওয়া হবে। এর জন্য মোট ৬টি বড় সিন্দুক আনা হয়েছে। সেগুলিতে রাখা থাকবে রত্ন। তারপর ধীরে ধীরে পরিমাপ করা হবে সোনাদানার পরিমাণ।