ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি, দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টি কবে থেকে?


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : আজ উল্টো রথে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনিতে বৃষ্টির পরিমাণ কমেছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হলেও আগামী কয়েক দিন সরবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি এখনও অধরাই থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম। সুতরাং ভ্যাপসা গরম থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এখনই রেহাই মেলার সম্ভাবনা বেশ কম। আগামী কয়েকদিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তার জেরে তাপমাত্রার বিশেষ নড়চড় হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতার ওয়েদার আপডেট

রবিবার শহর কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরেও আগামী দিন কয়েক ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে কলকাতাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বর্ষার বৃষ্টি ভালোই হয়েছে। আজও উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার ও দুই দিনাজপুরে।

Post a Comment

Previous Post Next Post