কলকাতা: শাক সবজি থেকে মাছ মাংসের আগুন দামের আবহে মঙ্গলবার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে দাম কমানোর নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও ফের সক্রিয় হল টাস্ক ফোর্স।
দাম নিয়ন্ত্রণে অভিযান: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। আলু-পটলের দামও চড়া। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো তর্ক-বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের। সবজির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর, গতকাল থেকে বিভিন্ন বাজারে অভিযান চলছে। এদিন মানিকতলা বাজারে যান টাস্ক ফোর্সের সদস্য়রা। নজরদারির জন্য দাম সাময়িক কমলেও, আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা।