জেল থেকে হাসপাতালে আনা হল জ্যোতিপ্রিয়কে ! করা হল হেড আপ টিল্ট টেস্ট



কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেল থেকে আনা হল অ্যাপোলোতে। হাসপাতাল সূত্রে খবর, মাথা ঘোরার সমস্যা আছে জ্যোতিপ্রিয়র। দীর্ঘদিন ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সুগার ও প্রেসারের সমস্যাও রয়েছে। জ্যোতিপ্রিয়র অটোনমিক নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করছে কি না জানতে হেড আপ টিল্ট টেস্ট করা হয়েছে। তাঁর কিডনি ঠিকভাবে কাজ করছে কি না, জানতে এদিন রেডিও অ্যাক্টিভ রেনোগ্রাম টেস্টও করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post