খবর বাংলা ডিজিটাল ডেস্ক : আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্ট কুণালের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি, বিরোধীদের চক্রান্তের অভিযোগ করেছেন। এসব রুখতে লড়াইতে 'সেনাপতি' অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাইলেন কুণাল। তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন তৃণমূল নেতৃত্বও। মমতার নেতৃত্বে দলের নেতা-নেত্রীরা পথে নামলেও, সেখানে অভিষেককে দেখা যায়নি। সেই নিয়ে কানাঘুষোর মধ্যেই মাইক্রোব্লগিং সাইট X-এ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল। তিনি লেখেন, 'RG কর, আমরাও প্রতিবাদী। দোষী/দের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল এবং বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি বামরামের। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাবতে হবে'।
নিজদের পোস্টের পরিপ্রেক্ষিতে এক সংবাদ চ্যানেলকে কুণাল ঘোষ বলেন, 'আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস এবং মমতাদি সেটা প্রথম থেকেই স্পষ্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি বোঝাচ্ছে। বাম-রাম শকুনির রাজনীতি করছেন। কিন্তু এই লড়াইতে মমতা বন্দ্যোরাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় ভাবে চাই ময়দানে। ভুল কারা করেছে, তা বেরিয়ে আসুক। তদন্ত হবে। যারা দোষী, তারা ধরা পড়বে। সন্দীপ ঘোষ দোষী কি দোষী না, তা আমরা বলতে পারি না। তবে ছাত্রছাত্রীদের তাঁকে নিয়ে ক্ষোভ হয়েছে। এই আবহে ২ ঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে যেভাবে আরজি কর থেকে অব্যহতি দিয়ে ন্যাশনাল মেডিক্যালে নিয়োগ করা হল, তাতে ভুল বার্তা গিয়েছে। মানুষ ভাবছে, তাহলে কি আড়াল করা হচ্ছে? মানুষ আমাদের ভুল বুঝেছে। বাম-রাম উস্কে দিয়েছে। তাই সংগঠনকে রাস্তায় নামাতে অভিষেককে মাঠে চাই।'