ভক্তদের জন্য খুশির খবর, এবার পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিনামূল্যে!



ভগবানের প্রসাদ ভক্তদের কাছে অমূল্য, যেহেতু তাকে পার্থিব মূল্যে বাধা যায় না। বাস্তবেও সেই ব্যবস্থা করতে চলেছে ওড়িশা সরকার। এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিনামূল্যে ভক্তদের মধ্যে বিলি করা হবে! সম্প্রতি রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।

প্রতিদিন গোটা পৃথিবীর কয়েক হাজার ভক্ত জগন্নাথ মন্দিরে আসেন। প্রশ্ন উঠছে, তাঁদের সকলকে বিনামূল্যে প্রসাদ বিতরণ আদৌ সম্ভব? আইনমন্ত্রী পৃথ্বীরাজ নিজেই জানিয়েছেন, সাধারণ দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে ৫০ হাজারের কাছাকাছি মানুষ ভিড় করেন। উৎসব থাকলে সংখ্যাটা দেড় থেকে দুই লাখে পৌঁছে যায়। পৃথ্বীরাজের দাবি, যেহেতু পুরীর মন্দিরের মহাপ্রসাদ পেতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন, সেই কারণেই “বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা ভেবে দেখছে ওড়িশা সরকার।


Post a Comment

Previous Post Next Post