সাংবাদিক বৈঠকে বার বার নির্যাতিতার নাম উল্লেখ কেন? সন্দীপ ঘোষকে তলব লালবাজারের



সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বার বার নির্যাতিতার নামপ্রকাশ? এই ইস্যুতে এবার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে তলব করল কলকাতা পুলিশ। বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে  খবর। এই মুহূর্তে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে। রোজই সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারই মাঝে তাঁকে  তলব করল লালবাজার। 

আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জের। ‘নৈতিক দায়িত্ব’ নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করলেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বলেন, “আর অপমানিত হতে পারছি না। লাঞ্ছনা সহ্য করতে পারছি না।”


Post a Comment

Previous Post Next Post