শ্যামবাজারে পুড়ল তৃণমূলের পতাকা! প্রতিবাদের আড়ালে কোন উদ্দেশ্যসাধন? প্রশ্ন কুণালের



৪ সেপ্টেম্বর ফের রাত দখলের সাক্ষী থেকেছে কাকদ্বীপ থেকে কোচবিহার। তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদ রাত জেগেছে সহ নাগরিকরা। সুবিচারের দাবির মাঝেই কেউ কেউ নিজ নিজ স্বার্থ পূরণের চেষ্টা করছেন বলে বার বার অভিযোগ করেছে তৃণমূল। এবার খাস কলকাতায় দলীয় পতাকা পোড়ানোর ভিডিও পোস্ট করে প্রশ্ন তুললেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ।

কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, শ্যামবাজারে তৃণমূলের পতাকায় পোড়ানো হচ্ছে। কয়েকজন যুবক এই কাজ করছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষের বিক্ষোভে কখনও দলের পতাকা পোড়ানো হয় না। আমরাও কখনও পোড়াইনি, এসব সমর্থন করি না। অথচ কাল রাতে শ্যামবাজারে কিছু ছেলে এটা করল।’ এর পরই তাঁর তোপ, ‘নাগরিকদের আবেগ, প্রতিবাদের সুযোগে অন্য উদ্দেশ্যসাধন চলছে। নাগরিক প্রতিবাদকে সমর্থন। তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানোর প্রতিবাদটাও হোক।’

প্রসঙ্গত, তৃণমূল নেতৃত্ব বার বার বলেছে, ‘অভয়া’র সুবিচারের দাবিতে নাগরিক আন্দোলনের পাশে আছে তারা। কিন্তু জোড়াফুল শিবিরের অভিযোগ, আমজনতার আবেগকে হাতিয়ার করে রাম-বাম জোট ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে। আর শ্যামবাজারের ঘটনা সেই ‘নোংরা রাজনীতি’র প্রতিফলন বলেই দাবি তৃণমূলে নেতা কুণাল ঘোষের। 

Post a Comment

Previous Post Next Post