জল সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের



শান্তিনিকেতন: জলস্তর নেমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সোমবার শান্তিনিকেতনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এ কথা বলেন। এ দিন জলের সুষম বণ্টনের পক্ষে সওয়াল করেন তিনি৷

দীর্ঘদিন ধরে কৃষিক্ষেত্র ও বহুজাতিক সংস্থাগুলিতে জলের ব্যবহার, দেশের বিভিন্ন প্রান্তে জলস্তর, ভৌম জল প্রভৃতি নিয়ে নিরলস চর্চা–গবেষণা করে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত জল সংকট নিয়ে আমরা সামাজিক ভাবে খুব একটা কিছু ভাবিওনি, করিওনি৷ খুব সস্তা বলেই আকছার জল তোলা হয়। ফলে জলস্তর আস্তে আস্তে নেমে যাচ্ছে৷ কিছু কিছু জায়গায় তো এখনই জল প্রায় ফুরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আগামী ১০-১৫ বছরে হয় তো ফুরিয়েই যাবে৷ এই বিষয়ে আলোচনা হওয়া দরকার, সবাই মিলে এক হয়ে কী করতে পারি। আগামীতে আরও জলের অভাব হবে৷’

জল সংরক্ষণ নিয়ে রাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘রাষ্ট্রের ভূমিকা সত্যি কথা বলতে, জানা আছে৷ জল সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে৷ যেমন, যাদের বড় বড় লন আছে, তাদের বেশি জল না দেওয়া, যারা বেশি জল ব্যবহার করেন, তাদের জলের দাম বাড়িয়ে দেওয়া — এ সব ভাবতে হবে।’

দিল্লির আপ সরকারের প্রশংসাও করেন অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘জল বণ্টনে সমতা নিয়ে বেশ কিছুটা চিন্তাভাবনা দেখিয়েছে আপ সরকার। এমন নয়, আমরা সমস্যাটা জানি না। প্রত্যেকেরই মনে হচ্ছে, আমার এখন অধিকার আছে। এই স্বার্থপরতার ফল কী হতে পারে, তা নিয়ে যদি না ভাবি, ভবিষ্যতে খুব পস্তাব।’ সরকারের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে, বলছেন নোবেলজয়ী। তিনি বলেন, ‘সরকার কী করতে পারে, এটা জানা আছে৷ কিন্তু তা করতে গেলে একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার হয়, সেটা আপাতত নেই। লোকজনকে বুঝতে হবে, নয়তো পরে পস্তাতে হবে।’

Post a Comment

Previous Post Next Post