কাকভোরে গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীর, এনকাউন্টারে খতম ৫ জঙ্গি, আহত ২ জওয়ান



কাকভোরে গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম ৫ জঙ্গি। সংঘর্ষে আহত ২ জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। 

আজ এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনা জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দের এলাকায় জেহাদিদের লুকিয়ে থাকার খবর মেলে গোয়েন্দা সূত্রে। এরপরই তাদের নাশকতার ছক ভেস্তে দিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। সন্দেহজনক জায়াগায় জঙ্গিদের গতিবিধি নজরে এলে গুলি চালানো শুরু করেন জওয়ানরা। পালটা তাঁদের উপর গুলিবর্ষণ করে লুকিয়ে থাকা জেহাদিরা। সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হয় তাদের মধ্যে ৫ জন। বাকিরা অন্য জায়গায় পালিয়ে যায়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জারি রয়েছে অভিযান। তবে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন ২ জওয়ান। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।


Post a Comment

Previous Post Next Post