দেব এখন তারকাখ্যাতির শীর্ষে। শেষ কিছু সময়ে, দেবের জনপ্রিয়তা যেন আরও তুঙ্গে। অভিনেতা যেখানেই যাচ্ছেন, ভক্তরা তাঁকে দেখে কেঁদে কেটে একসার। বঙ্গ তনয়াদের মনে রাজ করছেন দেব। তাঁকে একবার দেখার ইচ্ছেয় মানুষ পাড়ি জমাচ্ছেন রাস্তায়। আর দেব, বর্তমানে জুজছেন ফেডারেশন এবং ইন্ডাস্ট্রির সঙ্গে।
মেগাস্টার কিছুদিন আগেই ঘোষণা করেছেন এবছরের তিনটে ছবির। তাঁর মধ্যে একটি রিলিজ শুভশ্রীর সঙ্গে। এবং, সেই ছবির ক্ষেত্রেই তিনি দিন দুয়েক আগে লাইভে এসেছিলেন। বলাই বাহুল্য সেই লাইভে তিনি ঘোষণা করেন, তাঁদের ছবির প্রথম দিনের প্রথম শোয়ের অ্যাডভানস বুকিং শুরু হয় সেদিন-ই। মুহূর্তেই তা সোল্ড আউট হয়ে যায়। এরপরেই নাকি, বাংলার নামকরা এক প্রযোজনা সংস্থার তরফে বুক মাই শো-র কাছে একটি মেল যায়।
যাতে দেবের এই প্রচেস্টাকে স্ক্যাম বলে উল্লেখ করা হয়েছে। অভিনেতার কাছে এই ঘটনা অজানা নয়। উল্টে বুক মাই শো থেকে তাঁর নাম করে, কে দেবের বিরুদ্ধে এই কাজ করলেন, সবটাই জানিয়ে দেওয়া হয়েছে। দেব গতকাল প্রজাপতি ২ এর ২৫ দিনের উদযাপনে জানান...
কী বললেন দেব?
"কালকে সেন্সর বোর্ডকে বলা হয়েছে, রীতিমতো ধমকানো হয়েছে যে দেবকে আটকানো হোক। বুক মাই শো আর সেন্সর বোর্ড তাঁর নাম নিয়ে আমায় মেল করেছে। এরা আপনাকে আটকাতে চায় ওদের দাবি এটাই। আমি তো বলব এমন একটা জিনিস করলাম, যাতে সকলের গর্ব হওয়া উচিত। তা না করে একে ওকে মেল পাঠানো, আটকানো, এগূলো তো ঠিক না। বাংলা ছবির ইতিহাসে এটা অন্যরকম। তাঁদের দাবি এটা নাকি ইল্লিগ্যাল। আমি ঐ দু ঘণ্টায় কী করব, গান দেখাব নাকি সিনেমা সেটা তো সময় বলবে, সেটা আমার সারপ্রাইজ। কিন্তু এই যে এ ওকে ফোন করছে, এ ওকে মেল করছে, এগুলো কী? চমকাতে শুরু হয়ে গিয়েছে। সবাই হাউসফুল দেখছে। এর আড়ালে যে আমি দাঁড়িয়ে আছি, সেটা দেখছে না। আমার মনে হয় আমি দেসু ৭ নিয়ে যেটা করেছি, তাতে ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে।"