বাংলাদেশে অশান্তির আবহে মুর্শিদাবাদ থেকে এসটিএফের জালে ২ ‘জেএমবি’ জঙ্গি



বহরমপুর: বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি! এমন পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে অসম এসটিএফের জালে ২ যুবক। যারা বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিনের সদস্য বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের সঙ্গে তারা যুক্ত বলে খবর। বুধবার রাতে বেঙ্গল এসটিএফের সঙ্গে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায় অসম এসটিএফ। ধৃতদের কাছ থেকে নথি ও পেন ড্রাইভ উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে মহম্মদ আবাস ও মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, তারা বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিনের সদস্য। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে চারটি মোবাইল ও একটি পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। তবে ধৃতদের সম্পর্কে অতিরিক্ত কোনও তথ্য মেলেনি। 

জানা গিয়েছে, ইতিপূর্বে জাল পাসপোর্ট চক্রের সন্ধানে নেমে অসমের ধুবরি এলাকায় তল্লাশি চালায় অসম এসটিএফ। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে বাংলার জেএমবি মডিউলগুলির সরাসরি যোগ রয়েছে বলে সূত্রের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করেই মুর্শিদাবাদের দুজনের খোঁজ মিলেছে বলেই দাবি। 

Post a Comment

Previous Post Next Post