আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে বিগ বাজার, উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীও



কলকাতাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে খুলতে চলেছে বিগ বাজার। তাতে অবশ্য বিশেষভাবে উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে একটা জায়গা আছে। যেখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল। ওখানে অ্যাকোয়ারিয়ামটা থাকবে। পাশাপাশি ওখানে বড় বাজার করা হবে। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে।‌ অর্ধেকটা দেওয়া হবে লেদার হাবের জন্য। আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপণনের জন্য।” তিনি আরও বলেন, “রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি বিনামূল্যে বিগ বাজার করার জন্য দেওয়া হবে। যার দুটি ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে‌। এটা টেন্ডার করে দেওয়া হবে। জমি আমাদের তৈরি হয়ে রয়েছে।”

Post a Comment

Previous Post Next Post