কাউন্সিলারদের নিরাপত্তায় সিপির নির্দেশ



কলকাতা পুরসভার কাউন্সিলারদের নিরাপত্তার স্বার্থে, তাঁদের নিত্যদিনের কর্মসূচি থেকে শুরু করে তাঁরা কোথায়–কোথায় যান, আশপাশে কারা থাকেন সেদিকে নজর রাখতে হবে স্থানীয় থানাকে। কোনও কাউন্সিলারকে কেউ থ্রেট দিলে তা হাল্কা ভাবে নিলে চলবে না — এমনই নির্দেশ শহরের সব থানাকে সম্প্রতি দিয়েছে লালবাজার। যার ভিত্তিতে কাজও শুরু করে দিয়েছে থানাগুলি।

গত বছর নভেম্বরে হামলা চলে কলকাতা পুরসভার ১১ নম্বর বোরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের ওপর। এ মাসে মালদায় খুন হয়েছেন তৃণমূল নেতা দুলালচন্দ্র সরকার। এই পরিস্থিতিতে শহরের কাউন্সিলারদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ লালবাজার। সেই নিরাপত্তা–ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করতে পুলিশ কমিশনার মনোজ ভার্মা সব থানার অফিসারদের নির্দেশ দিয়েছেন। ওই রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজন মতো কাউন্সিলারদের নিরাপত্তা দেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর।

সুশান্তর উপর হামলার পরেই শহরের কাউন্সিলারদের অনেকেই নিরাপত্তার দাবি তুলেছিলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এ বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম বসু বলেন, ‘কার নিরাপত্তার প্রয়োজন সেটা পুলিশ ঠিক করবে। তবে, দেশের আর পাঁচটা শহরের তুলনায় কলকাতা অনেক বেশি নিরাপদ।’

Post a Comment

Previous Post Next Post