প্রতিরক্ষা কাঠামোয় বদল, তিন বাহিনীর সমন্বয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের



ভারতের সশস্ত্র তিন বাহিনীর সমন্বয় তথা যৌথ কার্যক্রমে বড় পদক্ষেপ করল কেন্দ্র। এবার থেকে তিন বাহিনীর প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার বা ‘এইড-ডি-ক্যাম্প’ নিয়োগ করা হবে তাদের ‘সিস্টার সার্ভিস’ অর্থাৎ অন্য বাহিনী থেকে। এর ফলে সশস্ত্র তিন বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়বে। বুধবারই এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

গত সেপ্টেম্বর মাসে এক সভায় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের উপস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, “আমরা দ্রুত তিন বাহিনীর যৌথ কার্যক্রমের দিকে এগোচ্ছি। যাতে এক বাহিনীর সম্পদ অন্য বাহিনী ব্যবহার করতে পারে, সেই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” এই ব্যবস্থা চালু হলে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে এক বাহিনীর সম্পদ এবং লোকবল অন্য বাহিনীর ব্যবহার করতে পারবে এবং এতে পরিস্থিতির মোকাবিলা করা অনেকটাই সহজ হবে, জানিয়েছিলেন রাজনাথ। বাস্তবেই সেই পথে এগোলো কেন্দ্র।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে স্থলসেনার প্রধান তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন নৌসেনা বা বায়ুসেনা থেকে। নৌসেনার প্রধান তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনা প্রধানের ব্যক্তিগত স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করা হবে স্থলসেনা বা নৌসেনার কোনও অফিসারকে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হল।

Post a Comment

Previous Post Next Post