ঘরে ডেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণীর উপরে অকথ্য নির্যাতন 'বন্ধু'-র, ঘটনার ১০ দিন পর ধৃত যুবক




জোর করে মদ্যপান করিয়ে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বেসরকারি কলেজের এক পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত নির্যাতিতার পুরনো বন্ধু। তাদের এক বন্ধুর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা। গত ২১ তারিখের ঘটনা। সোমবার ওই তরুণী গরফা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে গরফা থানার পুলিস।

পুলিশ সূত্রে খবর এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেসরকারি কলেজের এক পড়ুয়াকে। ঘটনাটি ঘটে গত ২১ ডিসেম্বরের। তারপরে ওই তরুণী মঙ্গলবার গরফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করে গরফা থানার পুলিস।

নির্যাতিতা ও অভিযুক্ত দু'জনেই একটি নামী স্কুলে পড়াশুনা করত। স্কুল লাইফ শেষ হওয়ার পর তাঁদের আর কোনও যোগাযোগ ছিল না। এই মুহূর্তে শহরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন ওই তরুণী। অন্যদিকে, কলকাতার একটি নামী বেসরকারি কলেজের ছাত্র অভিযুক্ত। কিছুদিন আগে  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়। এর পর দু'জনের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়।
সূত্রের খবর, গরফা থানায় এলাকায় অভিযুক্তের এক বন্ধুর বাড়ি আছে। গত ২১ ডিসেম্বর সেই বন্ধুর বাড়িতে তরুণীকে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। অভিযোগ, সেখানে যাওয়ার পর মদ্যপান করানো হয়,অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

Post a Comment

Previous Post Next Post