ঝুঁকে গা নেহি! নিজের রেকর্ড চুরমার করতে আসছে 'পুষ্প 3: র‍্যাম্পেজ'...

'পুষ্পা ২'মুক্তির পর আমরা দেখেছি কোথাও প্রাণঘাতী দুর্ঘটনা তো কোথাও উচ্ছ্বাসিত দর্শকদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিসরা। এছাড়াও কোথাও কোথাও প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতোও ঘটনা ঘটছে। শুধু কী এখানেই শেষ! ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। এর জন্য ছবির নায়ক আল্লু অর্জুনকে যেতে হয়েছে জেলেও।
'পুষ্পা ২' নিয়ে যে হারে উচ্ছ্বাস প্রকাশ করেছে আল্লু অর্জুনের ভক্তরা তাতে নিঃসন্দেহে বলা যায়, 'পুষ্পা ৩' মুক্তি পেলেও দর্শকদের মধ্যে এমনই উন্মাদনা আমরা আবার দেখতে পাবো। তখনও যে আবার পারদ চড়বে তা বলার আর অপেক্ষা রাখে না। 
'পুষ্পা ২' মু্ক্তির পরও ভক্তদের মধ্যের উচ্ছ্বাস কিন্তু একফোঁটাও কমেনি। আর সেই উচ্ছ্বাসেরই ছাই চাপা আগুনে ফুঁ দিয়ে জড়ালো করলো 'পুষ্পা ৩' -এর ঘোষণা। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মনের উন্মাদনার পারদ চড়ল খানিকটা। ছবির প্রযোজক রবি শঙ্কর 'পুষ্পা ৩'-এর ঘোষণা করলেন।
'পুষ্পা ৩'-এর খবরে উচ্ছ্বসিত ভক্তদের মনে মনখারাপও কাজ করছে কারণ এই ছবি দেখতে তাঁদের অপেক্ষা করতে হবে আরও তিন বছর। ছবি মুক্তি পাবে ২০২৮ -এ। এর কারণ অবশ্য ছবির নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার দু'জনেই অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত। এই মুহূর্তে অল্লু, অ্যাটলি এবং ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালিত দু'টি ছবি নিয়ে অত্যন্ত ব্যস্ত। অন্য দিকে সুকুমার, রামচরণকে নিয়ে একটি সিনেমা তৈরি করছেন। এই ছবিটি শেষ হলেই ধরবেন 'পুষ্পা ৩'-এর কাজ। 
'পুষ্পা: দ্য রাইজ', 'পুষ্পা: দ্য রুল' -এর পরে সিনেমার তৃতীয় পর্বের কী নাম রাখা হবে, সেটা জানতেও অধীরভাবে আগ্রহী অনেকেই। জানা যাচ্ছে, সম্ভবত 'পুষ্পা'র তৃতীয় অধ্যায়ের নাম হতে পারে, 'পুষ্পা: দ্য র‍্যাম্পেজ'।

Post a Comment

Previous Post Next Post