শুক্রবার থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ! সাথে বইবে ঝড়ো হাওয়া ।

আজ বিকেলের আবহাওয়া

ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরো একটি ঘুনাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা ঝাড়খন্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে।

দাবদাহ থেকে কিছুটা মুক্তি। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তাতেই অস্বস্তি বাড়বে আজ থেকেই। অস্বস্তির সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।

বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে। বুধবার পশ্চিমের ৩-৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। থাকবে বজ্রপাতের আশঙ্কা। 

উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী ৪ থেকে ৫ দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Post a Comment

Previous Post Next Post