সাতসকালে দমদম রেল স্টেশনের পাশের জঙ্গলে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। স্থানীয়রা দেখা মাত্রই খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঘটনাস্থলে সিঁথি থানা ও আরপিএফ। শেষমেশ সিঁথি থানার পক্ষ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এখনও মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমনকি নিরাপত্তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকে দমদমের রেললাইনের ধারে একটি গাছে ওই ঝুলন্ত দেহ দেখা গিয়েছে। ঝুলন্ত দেহটি কোন থানার আওতায়, তা নিয়েই শুরু হয়েছিল রীতিমতো দ্বন্ধ। পুলিসে খবর দিলেও কোনও লাভ হয়নি। ঝুলন্ত দেহটি কোন থানার আওতায়, তা নিয়েই শুরু হয়েছিল রীতিমতো টানাটানি। সেই দ্বন্ধ চলে সিঁথি থানা এবং আরপিএফ-এর মধ্যে। শেষমেশ সিঁথি থানার পক্ষ থেকে দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারকে কেন্দ্র করে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিসকর্মীরা আত্মহত্যা বলে মনে করছেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে বলে খবর পুলিস সূত্রে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।