ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বয়সের নিম্নসীমা পরিবর্তন, নয়া নির্দেশিকা RBI-এর

এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের তত্ত্বাবধান প্রয়োজন হবে না কিশোর-কিশোরীদের। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নয়া নির্দেশিকায় জানিয়েছে, ১০ বছর বয়স হলেই নিজেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং ব্যবহার করতে পারবে খুদেরা। অ্যাকাউন্ট খোলার এবং পরিচালনা করার যাবতীয় শর্তাবলী নির্দিষ্ট অ্যাকাউন্টধারীকে যথাযথভাবে ব্যাঙ্কগুলির তরফ থেকে জানানো হবে। এই নিয়ম দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগু করা হবে। চলতি বছরের ১ জুলাই থেকে দেশের সব ব্যাঙ্ককে নিয়ম কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে।
আরবিআই আরও জানিয়েছে, ১০ বছর বয়সী নাবালক- নাবালিকারা কোনও শর্তে কত টাকা তাদের অ্যাকাউন্টে রাখতে পারবে, তা ব্যাঙ্কগুলি তাদের রিস্ক ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী নির্ধারণ করবে।
তবে ১৮ হওয়ার পরে অ্যাকাউন্টধারীকে নতুন নির্দেশিকা জানতে হবে। স্বাক্ষর, ছবিসহ সমস্ত নথি নতুন করে জমা দিতে হবে এবং তা ব্যাঙ্কগুলিকে রেকর্ডে রাখতে হবে। ব্যাঙ্কগুলি এই অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম/ডেবিট কার্ড, চেক বই ইত্যাদি অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধা দিতে পারবে। আরবিআই তাদের নির্দেশিকায় এও জানিয়েছে, ব্যাঙ্ক চাইলে ১০ বছর বা তার কমবয়সি গ্রাহকদের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুকের পরিষেবা দিতে পারবে। তবে এই অ্যাকাউন্টগুলিতে কোনওভাবেই ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে আরবিআই।

Post a Comment

Previous Post Next Post