দিনক্ষণ ঠিক , অপেক্ষা শুধু সময়ের ! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন, সস্ত্রীক দিলীপ !


দেবকুমার চন্দ (প্রধান সম্পাদক ) খবর বাংলা সংবাদ :
দিনক্ষণ ঠিক , অপেক্ষা শুধু সময়ের ! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন, সস্ত্রীক দিলীপ ঘোষ ! খবর সূত্রের ।

৩০ এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের । উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাড়াও সমস্ত রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরা । স্বাভাবিকভাবেই বিজেপি নেতা সদ্য বিবাহিত দিলীপ ঘোষ এই অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক উপস্থিত হন জগন্নাথ দর্শনে । দেখা করেন মুখ্যমন্ত্রীর সাথে। পাশাপাশি বসে কিছুক্ষণ গল্প করতেও দেখা যায় তাদের ।
 রাজনীতির রং ভুলে তিনি শুধুমাত্র জগন্নাথ দর্শনে উপস্থিত হয়েছেন বলে জানান দিলীপ কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ।
 প্রসঙ্গত , বেশ কিছুদিন যাবত বিজেপিতে কার্যত কোণঠাসা হতে দেখা গেছে একসময়ের বিজেপির দাপুটে নেতা এই দিলীপ ঘোষকে । হারিয়েছেন রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদ ।
তারপরেও চোখে চোখ রেখে বিরোধী দল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির হয়ে আক্রমণ করতে দেখা গেছে তাকে ।
কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। 
ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে , 
আবার কেউ কেউ বলছেন দিলীপ ঘোষ তৃণমূলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

সত্যিই কি তাই ? 
নাকি রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দেওয়াটা শুধুমাত্র সৌজন্যতা !

আপাতত বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য । হ্যাঁ , তৃণমূলে হয়তো যোগ দিতে চলেছেন বিজেপির একসময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ । সবকিছু ঠিক থাকলে আগামী একুশে জুলাই এর মঞ্চেই তৃণমূলের পতাকা হাতে নিয়ে যোগদান করতে দেখা যেতে পারে তাকে ।
যদি সত্যিই তাই হয়, তাহলে রাজ্য বিজেপির পক্ষে কতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে ! রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।
তবে সত্যি তৃণমূলে যোগদান করছেন কিনা সেটা সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে।

তবে এখনো পর্যন্ত তিনি নিজে এমন কোনরকম মন্তব্য করেননি এ বিষয়ে ।
কিন্তু কথায় আছে রাজনীতিতে দিন থেকে রাত হতে বেশি সময় লাগে না ,আমাদের প্রত্যেকের চোখ থাকবে সেই দিকেই ।

Post a Comment

Previous Post Next Post