আশঙ্কাই হল সত্যি। শুরু হয়ে গেল সুনামির তাণ্ডব। রাশিয়ার ভূমিকম্পের পরই আশঙ্কা ছিল সুনামির। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছিল হাই-অ্যালার্ট। সতর্কতা জারি করা হয়েছিল আমেরিকা ও জাপানের একাধিক জায়গায়। এবার আশঙ্কা সত্যি করে দৈত্যাকার চেহারা নিয়ে আছড়ে পড়ল সুনামি। ত্রস্ত লক্ষ লক্ষ মানুষ।
রাশিরয়া ভূমিকম্পের পরেই ২৫ ফুটেরও বেশি উঁচু রাক্ষুসে ঢেউ আছড়ে পড়ল প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী কামচাটকায়। সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো, আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও। ইতিমধ্যেই জাপানের উপকূল-লাগোয়া এলাকা থেকে ৯ লক্ষ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে।
কামচাটকায় ভূকম্পনস্থলের কাছেই রয়েছে রাশিয়া ও আমেরিকার পারমাণবিক কেন্দ্র রয়েছে। কম্পনের পর জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কায় সমস্ত কর্মীকে বের করে দেওয়া হয়েছে। টোকিওয় আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতর্কতা হিসেবে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলস উপকূল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ভারতীয়দের সাহায্যের জন্য হেল্পলাইন চালু করেছে ভারতীয় দূতাবাস। নম্বরটি হল 415-483-6629।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং হাওয়াইতে সুনামি সতর্কতা জারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। লিখেছেন, প্রশান্ত মহাসাগরে বিশাল ভূমিকম্পের ফলে যে কোনও মুহূর্তেই হাওয়াইতে আছড়ে পড়তে পারে বড় ঢেউ। সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী থাকুন এবং নিরাপদ থাকুন!