শেখ হাসিনার গোটা পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কোন মামলার বিচার শুরুর নির্দেশ?


মুহম্মদ ইউনূসের বাংলাদেশে ফের চাপে শেখ হাসিনা। এ বার বাংলাদেশে র প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জমি জালিয়াতির ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হলো। শুধু শেখ হাসিনাই নন, ওই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধেও বিচার শুরু হলো। মামলা রয়েছে শেখ রেহানার মেয়ে এবং ইংল্যান্ডের সাংসদ টিউলিপ সিদ্দিকি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি এবং আরও এক মেয়ে আজমিনা সিদ্দিকির বিরুদ্ধেও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ৩টি আলাদা আলাদা মামলা করেছিল। ওই মামলাগুলিতে শেখ হাসিনা-সহ বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

কী অভিযোগে মামলা:

ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমির প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ করা হয়েছে। অভিযোগে রয়েছে, প্লট বরাদ্দে যোগ্য না হওয়া সত্ত্বেও শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল। মামলা করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। ৩১ জুলাই, ঢাকার বিশেষ জজ আদালত বিচার শুরু নির্দেশ দিয়েছেন। আগামী ১১ অগস্ট সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, জমি বণ্টনে জালিয়াতির অভিযোগে এই মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন একাধিক সরকারি আধিকারিকও। ২০২৪ সালের ডিসেম্বরে এই ঘটনার তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন।

Post a Comment

Previous Post Next Post