স্কুলে দেরিতে আসায় শাস্তি, হাসপাতালের আইসিইউতে ভর্তি চারজন ছাত্রী


স্কুলে ঢুকতে দেরি করায় চার পড়ুয়াকে ২০০ বার করে কান ধরে ওঠবোস করতে বলা হয়। কিন্তু এরপরই অজ্ঞান হয়ে গেল সেই চারজন মেয়ে। ঝাড়খণ্ডে হাসপাতালের (Jharkhand Hospital) আইসিইউ-তে ভর্তি করতে হল তাদের। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে বগোদরের কস্তুরবা গাঁধী গার্লস স্কুলের চারজন ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জামশেদপুরের MGM হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছে তারা।

দশম শ্রেণির ওই চারজন ছাত্রী সোমবার স্কুলে ঢুকতে দেরি করে। পরিবারের যদিও দাবি, খুব বেশি দেরি হয়নি। মিনিট পাঁচেক দেরিতে স্কুলে ঢুকেছিল ওই চারজন। শাস্তি হিসেবে তাদের প্রত্যেককে ২০০ বার কান ধরে ওঠবোস করতে বলা হয়। ২০০ বার কান ধরে ওঠবোস করে ওই চার পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। বমি শুরু করে আর তারপর একটা সময় পর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রথমে মাচার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় তবে পরিস্থিতি গুরুতর বুঝেই স্থানান্তরিত করা হয় MGM হাসপাতালে।

জেলার শিক্ষা আধিকারিক জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যে শিক্ষক বা শিক্ষিকা এমন শাস্তি দিয়েছেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারে উপোস করেছিল দুই পড়ুয়া। তারপর তাদের ২০০ বার ওঠবোস করানো হয়। এর ফলেই তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।

Post a Comment

Previous Post Next Post