বুধবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে কাটবে দুর্যোগ?


মঙ্গলবার আকাশের মুখ ভার। ভোর হতে না হতেই কলকাতা-সহ একাধিক জেলায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও কি বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের সুষ্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। বর্তমানে তা উত্তর বাংলাদেশের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গিয়েছে। তার জেরে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। তাহলে ২৬ দিনের মধ্যে ষষ্ঠ নিম্নচাপ হবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাকি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বুধবার, ৩০ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় আবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের জন্য ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার, ১ অগষ্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

Post a Comment

Previous Post Next Post