বেসরকারি বাসের রেষারেষির বলি হলেন এক যুবক। পেশায় ডেলিভারি বয় তিনি। নাম অমিত মান্না (৪১)। শনিবার ভিআইপি রোডে এই দুর্ঘটনা ঘটে। ভিআইপি রোডে বাগুইআটির দিক থেকে কেষ্টপুর মোড়ের দিকে যাওয়ার সময়ে ২১১ নম্বর রুটের একটি বেসরকারি বাসের চাকায় পিষ্ট হন অমিত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি যুবককে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগুইআটির দিক থেকে কেষ্টপুর মোড়ের দিকে যাচ্ছিল ২১১ নম্বর রুটের বাসটি। নির্দিষ্ট বাসস্টপেজের আগে দাঁড়িয়ে যাত্রী নেওয়া আরেকটি ২১১ নম্বরের বাসকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।