ওবিসি মামলায় হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির


নয়াদিল্লি: ওবিসি নতুন লিস্টে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করেন। দ্রুত শুনানির দাবি জানান তিনি। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বর্ষীয়ান সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয় আমাদের(রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত রায়ের পরিপন্থী,” প্রধান বিচারপতি গাভাই বলেন, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে ধরে হয় যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।” সিব্বল শীর্ষ আদালতে আরও জানান, হাই কোর্টে (কলকাতা) একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে।” দেশের প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি তালিকাভুক্ত করা হোক।” সোমবার শুনানি হবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post