তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়া স্ত্রী ফিরে আসবেন, বশে আনা যাবে স্ত্রীকে। এমনই নানা টোপ দিয়েছিল তান্ত্রিক। সেই টোপে পা দিয়েই ভয়াবহ কাজ করে বসল এক ব্যক্তি। স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকার পাঁচ বছরের ছেলেকে ‘বলি’ দিল ওই ব্যক্তি। রাজস্থানের সরাই কলান নামে একটি গ্রামের ঘটনা। অভিযু্ক্তের নাম মনোজ প্রজাপত। ১৯ জুনের ঘটনা এটি, ওই দিন মধ্যরাতে একটি বিশেষ প্রক্রিয়ার কথা বলে ওই ব্যক্তিকে ওই শিশুর রক্ত এবং ১২ হাজার টাকা আনতে বলেছিল ওই তান্ত্রিক।
কী ঘটেছে?
রাজস্থানের খইরথাল-তিজারা জেলার মুন্দাওয়ারের পুলিশ অফিসার মহাবীর সিং জানিয়েছেন, অভিযুক্ত তান্ত্রিকের নাম সুনীল, বয়স ৩৮ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওই তান্ত্রিক ব্যক্তিটিকে বলেছিল শ্যালিকার শিশুপুত্রের বলি দিলে তার স্ত্রী ফিরে আসবে। এর পরেই পাঁচ বছরের লোকেশকে অপহরণ করার ফন্দি সাজায় মনোজ। শনিবার ওই শিশুকে গলা টিপে হত্যা করে মনোজ। ছেলেকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। নানা জায়গায় তল্লাশির পরে বাড়ির কাছেই একটি ফাঁকা বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মনোজ ওই শিশুর দেহ থেকে ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করেছিল।
কেন বাড়ি ছেড়ে গিয়েছিল মনোজের স্ত্রী?
পুলিশ জানিয়েছে, বারবার মনোজ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। মনোজের নেশা করার অভ্যেস মেনে নিতে পারছিলেন না তাঁর স্ত্রী। আরও নানা বিষয় নিয়ে সমস্যা ছিল। সেই কারণেই বাপের বাড়ি ফিরে যান তার স্ত্রী।
পুলিশ সূত্রের খবর, প্রথমে নানা ভাবে তদন্তকারীদের বোকা বানানোর চেষ্টা করছিল মনোজ। টানা জিজ্ঞাসাবাদের পরে সত্যিটা সামনে আসে। সোমবার মনোজকে গ্রেপ্তার করা হয়, মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সুনীলকে।