‘অশ্লীল’ কনটেন্ট দেখানো হত, এই ২৫ ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করল সরকার !



বেআইনি এবং অশ্লীল কনটেন্ট দেখানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কেন্দ্র সরকার সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সাধারণ মানুষের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ওটিটি অ্যাপগুলির মধ্যে রয়েছে উল্লু, এএলটিটি, দেসিফ্লিক্সের মত জনপ্রিয় ওটিটিগুলি।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে যে তথ্য প্রযুক্তি আইন ২০০০ এবং তথ্য প্রযুক্তি আইন বিধি (মধ্যস্থতাকারী বিধি, ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) ২০২১ অনুসারে বেআইনি তথ্য অপসারণ এবং অ্যাক্সেস নিষ্ক্রিয় করার জন্য মধ্যস্থতাকারীরা দায়ী। এই বিধিমালায় স্পষ্ট করেই বলা হয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল যৌনতাপূর্ণ এবং ভারতীয় আইনি ও সাংস্কৃতিক মান লঙ্ঘনকারী বিষয়বস্তুর প্রচার রোধ করা।

যে সমস্ত ওটিটি অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে – বিগ শটস অ্যাপ, বুমেক্স, নবরস লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলভা অ্যাপ, ওয়াও এন্টারটেইনমেন্ট, লুক এন্টারটেইনমেন্ট, হিটপ্রাইম, ফেনেও, শোএক্স, সোল টকিজ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, হালচাল অ্যাপ, মুডএক্স, নিয়নএক্স, ভিআইপি, ফিউজি, মোজিফ্লিক্স, ট্রাইফ্লিক্স।

প্রমাণিত হয়েছে যে এই সমস্ত অ্যাপগুলি বিভিন্ন আইন লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে ভারতের তথ্য-প্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ ও ৬৭এ নং ধারা, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ নং ধারা এবং নারী অশ্লীল চিত্রায়ণ প্রতিরোধী আইন, ১৯৮৬। সরকারের তরফে স্পষ্টভাবে এই ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলিতে সাধারণ মানুষের অ্যাক্সেস নিষ্ক্রিয় বা অপসারণের নির্দেশ দিয়েছে। এমআইবি টেলিযোগাযোগ বিভাগের পরিচালককে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের দ্বারা অনুমোদন আরও সহজতর করার অনুরোধ জানিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে এই পদক্ষেপটি ডিজিটাল কন্টেন্ট নিয়ন্ত্রণ প্রয়োগ এবং দেশে আইনের মান্যতা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।

এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ওটিটি এবং সমাজমাধ্যমে যৌনগন্ধী কনটেন্ট নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে একটি আবেদনের জবাব দিয়েছিল। সুপ্রিম কোর্ট জবাবে জানিয়েছিল যে, ‘এটা আমাদের এক্তিয়ারের বাইরে। আপনাদেরই কিছু করতে হবে’। তবে বিচারপতিরা নির্বাহী পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল ইতিমধ্যে কার্যকর এবং বিবেচনাধীন আরও ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন।

এর আগেও বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করেছিল সরকার। শুধু ব্লক করাই নয়, বরং অ্যাপের মালিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুযায়ী অশ্লীল কনটেন্ট দেখানোর দায়ে মামলাও করা হয়েছিল। এমনও কিছু কিছু অ্যাপ ছিল যেগুলির এক কোটির বেশি ডাউনলোড রয়েছে।  

Post a Comment

Previous Post Next Post