আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ১ বছর, ৯ অগাস্ট ফের রাত দখল, 'কালীঘাট চলো'-র ডাক অভয়া মঞ্চের



কলকাতা: অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল। এদিকে, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'। 
CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর।  ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ!

তার আগের রাতে শ্যামবাজারে জমায়েতের ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই অবস্থায়, শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে গণ কনভেনশন করে তিন কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। চল্লিশের বেশি গণসংগঠন, যারা এই অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন। এই গণ কনভেনশন থেকে পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল।

Post a Comment

Previous Post Next Post