অশোকনগরের কাঁকপুলে মিলল খনিজ তেলের ভাণ্ডার



অশোকনগর: বছর দশেক আগে অশোকনগরের বাইগাছি মৌজায় মাটির নীচ থেকে খনিজ তেলের সন্ধান পেয়েছিল কেন্দ্রীয় সংস্থার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন।
এর পর দ্বিতীয় পয়েন্ট হিসেবে তেলের সন্ধান মেলে ভুরকুন্ডা পঞ্চায়েতের পুমলিয়া এলাকায়। এ বার সেই অশোকনগরেরই দৌলতপুরের কাঁকপুলে মিলল খনিজ তেলের সন্ধান।

প্রথমে বাইগাছি থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছিল অপরিশোধিত খনিজ তেল উত্তোলন। ওএনজিসি প্রাথমিক পর্যায়ে এই কাজ শেষ করার পর বেশ কয়েক বছর অতিরিক্ত জমির জন্য খনিজ তেল উত্তোলনের প্রক্রিয়া বন্ধ ছিল।
পরে বিশেষ উদ্যোগ নিয়ে বাইগাছি মৌজায় ১৫ একর জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১ টাকায় দিয়েছিলেন ওএনজিসি কর্তৃপক্ষকে। মাস পাঁচ-ছয়েক আগে পাকাপাকি ভাবে এই এলাকা থেকে তেল উত্তোলনের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চায় ওএনজিসি।

বাকি দুই এলাকার জমি মালিকদের থেকেও লিজ়ে জমি নিয়ে অপরিশোধিত খনিজ তেল উত্তোলন শুরু করে ওএনজিসি। এ বার অশোকনগর দৌলতপুরের কাঁকপুলেও খনিজ তেলের সন্ধান মেলায় উচ্ছ্বসিত এলাকাবাসী।

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। সেই মতো পুরসভা ও পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় রেখে শিল্পোদ্যোগের পথ মসৃণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই জমি জটের সমস্যা থাকে। সেগুলি মেটানো হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post