প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা, আপত্তি TMCP-র, অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়


আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)–এর প্রতিষ্ঠা দিবস। সে দিনই আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক কলেজে বিকম এবং বিএ–এলএলবি ফোর্থ সেমেস্টার পরীক্ষা।

এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরোধিতায় শনিবার সুর চড়ালেন টিএমসিপি–র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে টিএমসিপি–র ওই সভায় বক্তা হিসেবে হাজির থাকার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেোপাধ্যায়ের।

সেই দিন পরীক্ষা থাকলে বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়াই সভায় হাজির থাকতে পারবেন না বলে তৃণাঙ্কুরের বক্তব্য।

সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগের নির্যাস — বর্তমান ছাত্র-যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী। তাঁদের ‘আটকে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র’ করা হয়েছে। ওই দিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা।
তৃণাঙ্কুর বলেন, ‘এ হলো ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলার রাজনৈতিক অপকৌশল।’ বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে টিএমসিপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ পড়ুয়ারাও সমস্যায় পড়বেন বলে তৃণাঙ্কুরের আশঙ্কা।

কারণ, পরীক্ষার সেন্টার পড়ে অন্যত্র, তাই যাতায়াতে সমস্যা হতে পারে। একাধিক কলেজের অধ্যক্ষও এমন আশঙ্কা করছেন।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে–কে জিজ্ঞাসা করা হলে, তিনি অবশ্য টিএমসিপি–র প্রতিষ্ঠা দিবস বলে ওই দিন পরীক্ষা বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post