কে আগে ভাড়া তুলবে! টোটো-বাইক চালকের তুমুল মারামারি সাঁতরাগাছি স্টেশনের সামনে



বন্ধ কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতু। রবিবার প্রায় ১৭ ঘণ্টা বন্ধ এই গুরুত্বপূর্ণ পথ। ফলে ঘুরপথে যাচ্ছে গাড়ি। আর এই সুযোগে বিভিন্ন জায়গায় টোটো, ট্যাক্সি চালকেরা ইচ্ছেমতো ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ। এরই মধ্যে হাতাহাতি সাঁতরাগাছিতে।

সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে কাজ হওয়ার কারণে আজ এই রাস্তা বন্ধ। এ দিকে সাঁতরাগাছি স্টেশনে ট্রেন থেকে নেমে গাড়ি পেতে সমস্যায় যাত্রীরা। এরই মধ্যে যাত্রী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে অশান্তি বাধে এক অ্যাপ বাইক চালক ও এক টোটো চালকের মধ্যে। রীতিমতো হাতাহাতি লেগে যায়।

মাঝ রাস্তায় দু’জনেই হাত চালাতে শুরু করেন। আশেপাশের লোকজন কোনও মতে ছাড়ান তাঁদের। বাইক চালকের দাবি, তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। এক যাত্রী এগিয়ে এসে জানতে চান শিয়ালদহ অবধি ভাড়া কত? এর মাঝেই এক টোটো চালক এসে ওই বাইক চালকের উপর হম্বিতম্বি করতে থাকেন।

বাইকের চালক শেখ সাকিবুরের কথায়, ‘এক টোটো চালক বলছিলেন, আমাদেরও পেট চালাতে হয়। এখানে ভাড়া নিস না। আমি চলেও যাচ্ছিলাম। হঠাৎ অন্য একজন টোটো চালক ছুটে এসে আমার গলা টিপে ধরেন। এর পরেই মারতে থাকেন।’ অভিযোগ, ওই টোটো চালক এলাকার নন। বাঁকড়ায় থাকেন। জগাছা থানায় অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।

এলিভেটেড করিডরের কাজ হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতে। বন্ধ এই পথ। সাঁতরাগাছি স্টেশনে নেমে এমনিতেই চোখে সর্ষেফুল দেখার অবস্থা যাত্রীদের। মৌসুমি ঘোষ নামে এক যাত্রী জানান, নবান্ন যেতে ৪০০ টাকা চাইছে। দরাদরি করেও লাভ হচ্ছে না। যাত্রীরা বিপাকে, আর গাড়ির চালকেরা ইচ্ছেমতো টাকা চাইছেন। যদিও সঞ্জয় দাস নামে এক চালক বলেন, ‘আজ ঘুরপথে যেতে হচ্ছে। তাই সামান্য বেশি ভাড়া চাওয়া হচ্ছে।’ তার উপরে আবার দুই চালকের হাতাহাতি ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়।

রবিবার ভোর ৪টে থেকে বন্ধ যান চলাচল। রাত সাড়ে ৯টায় রাস্তা খুলে দেওয়া হবে বলে খবর। দ্বিতীয় হুগলি সেতুতে কেবল মেরামতের কাজ চলছে। অন্য দিকে কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর তৈরির জন্য স্টিলের বিম বসানোর কাজ চলছে।

Post a Comment

Previous Post Next Post