আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের


বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহা সমাবেশে যোগ দিতে পড়ুয়াদের উৎসাহ চোখে পড়ার মতো। মেগা ইভেন্ট ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা মেয়ো রোডে। প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা মাথায় রেখে TMCP-র তরফে চালু হেল্পলাইন ( ৬৭০৪১৩৭৭৮)। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা হলে এক ফোনেই সাহায্যের আশ্বাস।
TMCP- র মেগা সমাবেশকে কেন্দ্র করে গত দুদিন ধরেই মহানগরীতে ভিড় জমাতে শুরু করেছেন ছাত্র-ছাত্রীরা। কোচবিহার থেকে কাকদ্বীপ- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা উপস্থিত হচ্ছেন এই সমাবেশে যোগ দিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশমঞ্চ থেকেই ছাত্রসমাজকে দিকনির্দেশিকা দেবেন সভানেত্রী। সেইসঙ্গে সাম্প্রতিক বিজেপির ভাষা সন্ত্রাস-বাঙালিবিদ্বেষ, SIR-সহ একাধিক ইস্যুতে তোপ দাগবেন মুখ্যমন্ত্রী। বার্তা দেবেন অভিষেকও।

Post a Comment

Previous Post Next Post