শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission), বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চ জানিয়েছে নতুন করে যে নিয়োগ হবে তার দিকে কড়া দৃষ্টি রাখছে আদালত। কোনও জটিলতা বা আইন বিরোধী পদক্ষেপ হলে এই বিষয়টিতে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। তবে পরীক্ষা নিয়ে কোনও রকমের নিষেধাজ্ঞা থাকছে না। সূচি অনুযায়ী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নিয়োগের পরীক্ষা হবে। তার আগে আগামী এক সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (SSC)।