মোটা টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই, ধৃত ৫


তমলুক: পুরোনো নোটের বদলে মিলবে বেশি টাকা—ফোন করে এ কথা বলে এক ঠিকাদারকে হুগলি থেকে ডেকে আনা হয় তমলুকে। প্রায় সাত লক্ষ টাকা নিয়ে আসেন ওই ঠিকাদার। এরপরেই ওই টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে। এই ঘটনায় শনিবার পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার তমলুক আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো বুদ্ধদেব মণ্ডল, সুরজিৎ মণ্ডল, সত্যম বেরা, সৌরভ মণ্ডল ও ভূদেব সামন্ত। এরা ভগবানপুর থানার নারায়ণদাড়ি ও খেজুরি থানার ঠাকুরনগর এলাকার বাসিন্দা।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, গত ২১ জুলাই হুগলির শ্রীরামপুরের ঠিকাদার সন্তু মণ্ডলের মোবাইলে একটি উড়ো ফোন যায়। তাঁকে জানানো হয়, হলদিয়া ও মান্দারমণিতে দু’টি থ্রি-স্টার হোটেল তৈরির বরাত রয়েছে এবং সে জন্য যোগাযোগ করতে হবে। প্রথমে এই প্রস্তাবে খুব একটা গুরুত্ব না দিলেও পরে ওই ঠিকাদার আগ্রহ দেখান এবং সেই প্রস্তাব সত্যি কি না জানতে তিনি ২৫ জুলাই পূর্ব মেদিনীপুরের কালীনগরে পৌঁছন।

সেখানে প্রতারকরা তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে পুরোনো একশো টাকার নোটের বান্ডিল সাজানো মোট ২০ লক্ষ টাকার একটা সুটকেস তাঁকে দেখায় প্রতারকরা। এ বার ঠিকাদারকে নতুন প্রস্তাব দেওয়া হয়। বলা হয় এই পুরোনো একশো টাকার বান্ডিল বোঝাই ওই বাক্সে মোট ২০ লক্ষ টাকা রয়েছে। ঠিকাদার যদি ৫০০ টাকার নোটের মোট ১২ লক্ষ টাকা দেন তা হলে তাঁকে সেই ২০ লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। এমনকী তিনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারেন বলে জানানো হয়।


Post a Comment

Previous Post Next Post