নবান্ন সূত্রে জানা গিয়েছে, তিনি আরামবাগ-গোঘাট-খানাকুল হয়ে মেদিনীপুরে যেতে পারেন। অতিবর্ষণ এবং ডিভিসির ছাড়া জলে হুগলির এই তিন ব্লকের বড় অংশে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরও ওই এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন মমতা। মঙ্গলবার মেদিনীপুরে থেকে বুধবার ঝাড়গ্রামে যাবেন তিনি। ৭ তারিখ তাঁর কলকাতায় ফেরার কথা। এই পর্বে তিনি মেদিনীপুরে ভিন রাজ্যে বাঙালি-নিগ্রহের প্রতিবাদে মিছিল করবেন।
এ মাসেই তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। শিলিগুড়িতেও তিনি এই ইস্যুতে মিছিল করতে পারেন। বাঙালি-নিগ্রহের প্রতিবাদে উত্তরের জেলাগুলিতে নানা কর্মসূচি করতে পারেন তিনি। দেখা করতে পারেন ভিন রাজ্য থেকে ফেরা পরিবারগুলির সঙ্গেও।
প্রশাসনিক সূত্রে খবর, ৫ তারিখ রাতে মেদিনীপুরে থাকবেন তিনি। এখনও পর্যন্ত ঠিক আছে, ৬ তারিখ, বুধবার মেদিনীপুর শহরে মিছিল করবেন। গত সপ্তাহে বীরভূম সফরে বোলপুরে যে রকম মিছিল হয়েছিল, মেদিনীপুর শহরে তেমনই মিছিলের আয়োজন করছে জেলা তৃণমূল। বুধবার বিকেলে সেখান থেকে ঝাড়গ্রামে যাবেন তিনি। ৯ অগস্ট পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে রাজ্যস্তরীয় সরকারি অনুষ্ঠানের সূচনা হবে বৃহস্পতিবার, ঝাড়গ্রাম স্টেশনে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে খবর ৭ অগস্ট থেকে ৯ অগস্ট অনুষ্ঠান চলবে। মমতা ৭ তারিখ ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফিরবেন।
পাশাপাশি সূত্রের খবর, ১৭ থেকে ২১ তারিখের মধ্যে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন তিনি। আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়েও। মুখ্যমন্ত্রীর কোচবিহারের যাওয়ার সম্ভাবনাও রয়েছে।